ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রেড ক্রিসেন্ট যুব ইউনিটির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
রেড ক্রিসেন্ট যুব ইউনিটির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এডিশ মশা ধ্বংসে ওষুধ ছিটানো হয়। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বাড়ি-প্রতিষ্ঠান পরিষ্কার রাখুন, ডেঙ্গু মশা থেকে বেঁচে থাকুন- স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে রেড ক্রিসেন্ট যুব ইউনিটি।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে নাসিকের ১২ নম্বর ওয়ার্ডের চাষাড়াস্থ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ কার্যালয়ের সামনে থেকে মশার ওষুধ ছিটিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

এরপর চাষাড়া, উত্তর চাষাড়া, ইসদাইর, জামতলা, মাসদাইর ও গলাচিপা এলাকায় ওষুধ ছিটান অতিথি ও যুব ইউনিটি সদস্যরা।

সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ওষুধ ছিটানোর পাশাপাশি বাড়ি-প্রতিষ্ঠান, স্কুল-কলেজের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্নতায় সহযোগিতার ঘোষণা দিয়েছে রেড ক্রিসেন্ট যুব ইউনিটি।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জের কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট নবী হোসেন, ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, আজীবন সদস্য মাহফুজা নিলা, সামিরা সিদ্দিকী, হাবিবুর রহমান শ্যামল সহ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব ইউনিটির সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।