ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সুষমার শোক বইয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
সুষমার শোক বইয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সই

ঢাকা: ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের জন্য খোলা শোক বইয়ে সই করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়াও এই শোক বইয়ে সই করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকার ভারতীয় হাইকমিশনে খোলা শোক বইয়ে সই করেন তারা।

হাইকমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের জন্য ভারতীয় হাইকমিশনে শোক বই খোলা হয়েছে।

এই শোক বইয়ে সই করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়াও শোক বইয়ে সই করেছেন বাংলাদেশে নিয়োজিত নেপাল, নরওয়ে, মিশর, শ্রীলঙ্কা, জার্মানি, মিয়ানমার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের প্রতিনিধিরা।

গত ৬ আগস্ট হার্ট অ্যাটাকে দিল্লির একটি হাসপাতালে মারা যান ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপির বর্ষিয়ান নেত্রী সুষমা স্বরাজ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
টিআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।