ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কদর বেড়েছে তেঁতুল গাছের খাটিয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
কদর বেড়েছে তেঁতুল গাছের খাটিয়ার বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে তেঁতুল গাছের খাটিয়ার। ছবি: বাংলানিউজ

বরিশাল: ঈদ-উল আজহাকে সামনে রেখে বরিশালের সর্বত্রই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যাদের কোরবানির পশু কেনা হয়ে গেছে, তারা এখন পশু জবাই কাজে ব্যবহৃত নানান সরঞ্জাম কিনছে কিংবা মেরামতে ব্যস্ত সময় পার করছে। কোরবানির মাংস কাটাকাটির এসব প্রয়োজনীয় জিনিসের মধ্যে খাটিয়ার (গাছের টুকরো) গুরুত্ব অনেকটাই। কোরবানি এলেই বেড়ে যায় খাটিয়ার কদর। 

তবে খাটিয়া হিসেবে যেন তেন গাছের গুঁড়ি হলেই হবে না, এজন্য কসাইরা সব থেকে উত্তম হিসেবে মনে করেন তেঁতুল গাছের খাটিয়াকে। কসাইদের মতে তেঁতুল গাছ ছাড়া অন্য গাছ দিয়ে খাটিয়া তৈরি করলে মাংসের সঙ্গে গাছের গুঁড়ি উঠে মাংসের মান নষ্ট হয়ে যায়।

তেঁতুল গাছের খাটিয়ার দরদাম করছেন ক্রেতারা।  ছবি: বাংলানিউজসূত্রে আরও জানা গেছে, কাঠ ব্যবসায়ীরা গ্রামের বিভিন্ন এলাকা থেকে তেতুঁল গাছ সংগ্রহ করে স্ব-মিলে খণ্ড খণ্ড করে খাটিয়া তৈরি করে থাকেন।

নগরে তেঁতুল গাছ দিয়ে তৈরি করা খাটিয়া বিক্রেতারা জানান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী ছোট, মাঝারি ও বড় তিন ধরনের খাটিয়া রয়েছে। একটি খাটিয়া আকার আকৃতি অনুযায়ী ১ থেকে ৬শ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।

ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, গত কয়েক বছর থেকে গ্রামাঞ্চলে তেঁতুল গাছ পাওয়া বড়ই দুষ্কর হয়ে উঠেছে। যাও বা পাওয়া যায় তা চড়ামূল্যে কিনতে হচ্ছে। ফলে তেঁতুল গাছ দিয়ে তৈরি করা খাটিয়ার দামও গতবছরের চেয়ে এবারে একটু বেশি নেওয়া হচ্ছে।

অপর ব্যবসায়ী আনিস জানান, কদর থাকলেও গত বছরের থেকে এখন পর্যন্ত বেচা-বিক্রি অনেকটাই কম রয়েছে। তবে ‍সময় থাকায় ঘুরে দাঁড়াতে পারে বেচা-বিক্রি।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।