ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
ফতুল্লায় নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আবুল কালাম (৫০) নামে এক নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়িওয়ালার ধারণা, ডাকাতিতে বাধা দেওয়ায় আবুল কালামকে হত্যা করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) ভোরে ফতুল্লার পূর্ব শাহী মহল্লার এমএ মতিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চাতপাশা গ্রামের বাসিন্দা।

সে স্ত্রী ও দুই ছেলে, এক মেয়ে নিয়ে ফতুল্লার শাহীবাজার এলাকার আলাউদ্দিন ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতেন। একই এলাকায় নৈশপ্রহরীর কাজ করেন।

বাড়িওয়ালার মেয়ের জামাই এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, সকাল ৭টার সময় বাসায় এসে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো ছড়ানো ছিটানো। ওখানেই তিনি দেখতে পান নৈশপ্রহরী আবুল কালামের মুখে স্কচটেপ, গলা কাটা রক্তাক্ত নিথর দেহ খাটের ওপর পড়ে আছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ঘটনাটি তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।