সংশ্লিষ্টরা বলছেন, ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এবং রংপুর চিড়িয়াখানার মাস্টার প্ল্যান প্রণয়ন এবং অপরিহার্য অবকাঠামো সংস্কার উন্নয়ন’ প্রকল্পের আওতায় দুই চিড়িয়াখানার ১০জন কর্মকর্তা-কর্মচারী মালয়েশিয়া-থাইল্যান্ড ভ্রমণ করেছেন। সেখানে ১৪দিন ভ্রমণ করে দুই দেশের বিভিন্ন চিড়িয়াখানা ভ্রমণ করে পশু পরিচর্যা ও দেয়াল নির্মাণ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন তারা।
জানা গেছে, প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৮ সালের জুলাইয়ে। আর বাস্তবায়ন হওয়ার কথা ২০২০ সালের জুনের মধ্যে। কিন্তু এ প্রকল্পের অগ্রগতি বলতে শুধু-ই বিদেশ ভ্রমণ। রংপুর চিড়িয়াখানায় প্রকল্পের কাজ এখনও শুরু-ই হয়নি। আর ঢাকা চিড়িয়াখানায় প্রকল্পের কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
প্রাণিসম্পদ অধিদফতরের উপ-পরিচালক (রংপুর বিভাগ) ডা. মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, রংপুর চিড়িয়াখানার কাজ এখনও শুরু হয়নি। তবে ওয়ার্ক অর্ডার হয়েছে। আশা করছি প্রকল্পের আওতায় চিড়িয়াখানার বাউন্ডারি ওয়াল ও টয়লেট নির্মাণ কাজও শুরু হবে।
এর আগে চলতি বছরের ২৫ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত বিদেশ সফর করেন এই কর্মকর্তা-কর্মচারীরা। তারা হলেন- প্রকল্পের পরিচালক ও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার (মিরপুর) কিউরেটর ডা. এস এম নজরুল ইসলাম, রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ড. আম্বুর আলী তালুকদার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস।
তাদের সফরসঙ্গী ছিলেন- জাতীয় চিড়িয়াখানার অ্যানিমেল কেয়ারটেকার মোহাম্মদ সালাউদ্দিন, আব্দুল জলিল, রাকিব হাসান, লিয়াকত আলী, মোজাফফর আলী, ইয়াসির সজল ও রংপুর চিড়িয়াখানার অ্যানিমেল কেয়ারটেকার আনোয়ার হোসেন।
প্রাণিসম্পদ অধিদফতর সূত্র জানায়, প্রকল্পের আওতায় ঢাকা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকীকরণের লক্ষ্যে অবকাঠামো, মেরামত, লেকের সৌন্দর্য বর্ধন এবং শিশু পার্ক রি-মডেলিং করা করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে মোট ৩৪ কোটি টাকা। চলতি বছরের জুলাই পর্যন্ত প্রকল্পের অগ্রগতি মাত্র ৯ দশমিক ১১ শতাংশ।
এ বিষেয়ে যোগাযোগ করা হলে প্রকল্প পরিচালক ডা. এস এম নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নানা কারণে প্রকল্পের অগ্রগতি ভালো না। তবে ঢাকা ও রংপুর চিড়িয়াখানায় টয়লেট-দেয়াল নির্মাণসহ কিছু কাজ চলছে। বিদেশি পরামর্শক দিয়ে মাস্টারপ্ল্যান করা হবে।
মালয়েশিয়া-থাইল্যান্ড ভ্রমণে ঢাকা ও রংপুর চিড়িয়াখানার ১০ কর্মকর্তা-কর্মচারী তাদের অর্জিত বাস্তব অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এমআইএস/এমএ