ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইদ্রিস আলী (৭৭) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইদ্রিস আলী উপজেলার মসুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন।

এরআগে, ১৩ আগস্ট ঈদের পরদিন দুপুরে মসুয়া ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান ইদ্রিস আলী বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে কটিয়াদী-মঠখোলা সড়কের শিমুলকান্দি এলাকায় একটি মোটরসাইকেল চেয়ারম্যান ইদ্রিস আলীর বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মসুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।