ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ধারালো অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
কামারখন্দে ধারালো অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কামারখন্দে রামদা ও ইয়াবাসহ রাজু আহম্মেদ (২৭) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বড়পাকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজু উপজেলার চালা এলাকার আব্দুল করিমের ছেলে।

 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদে ভোরে বড়পাকুরিয়ায় তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি রাজুকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি রামদা ও ১০ পিস ইয়াবা। এ ঘটনায় তার নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগের আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।