ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৯ জেলে উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৯ জেলে উদ্ধার

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় ‘এফবি রবিউল’ একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলারে থাকা নয় জেলেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে দুই জেলে আহত হয়েছেন।

শুক্রবার (০৬ সেপ্টেম্ব) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে বাংলানিউজকে জানান বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী।

আবুল হোসেন ফরাজী জানান, এফবি রবিউল ট্রলারটি তালতলী সোনাতলা এলাকার হানিফ খানের মালিকানাধীন।

ওই ট্রলারের নয় জেলেকেই উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে মো. শহিদ প্যাদা ও আ. লতিফ দফাদার শারীরিকভাবে অসুস্থ। তবে ডুবে যাওয়া ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।