শনিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়ার ভ্রাম্যমাণ আদালত এ জেল-জরিমানা করেন।
এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ইছাপুরা গ্রামের ওই রিসোর্ট থেকে ১৭ জনকে আটক করে পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া জানান, অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাতজন নারী ও ছয়জন পুরুষকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চারজন পুরুষকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাদের বাড়ি ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমআরএ/আরবি