ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৭ জনের জেল-জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৭ জনের জেল-জরিমানা 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এম জে হলিডে রিসোর্টে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৭ জন নারী-পুরুষকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়ার ভ্রাম্যমাণ আদালত এ জেল-জরিমানা করেন।  

এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ইছাপুরা গ্রামের ওই রিসোর্ট থেকে ১৭ জনকে আটক করে পুলিশ।

তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া জানান, অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাতজন নারী ও ছয়জন পুরুষকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চারজন পুরুষকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাদের বাড়ি ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমআরএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।