ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সফল লিভার ট্রান্সপ্লান্টের পর ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
সফল লিভার ট্রান্সপ্লান্টের পর ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের সিরাজুল ইসলাম/ফাইল ফটো

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে লিভার প্রতিস্থাপন করা যুবক সিরাজুল ইসলামের (২০) মৃত্যুর জন্য ডেঙ্গুকে দায়ী করেছেন সেখানকার চিকিৎসকরা।

রোববার (০৮ সেপ্টেম্বর) বিএসএমএমইউ’র উপাচার্য় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১২ আগষ্ট বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজুল।

লিভার প্রতিস্থানে সফল অপারেশনের পর ডেঙ্গুর কারণেই সিরাজুলের মৃত্যু হয় বলে দাবি করেছেন চিকিৎসকরা।

এর আগে গত ২৪ জুন বিএসএমএমইউ’র হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খানের নেতৃত্বে দেশে প্রথমবারের মত কোনো সরকারি হাসপাতালে লিভার প্রতিস্থাপন সম্পন্ন হয়। সিরাজুল লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।

বিএসএমএমইউ ও রোগীর স্বজনদের সূত্রে জানা গেছে, লিভার প্রতিস্থাপনের পর সিরাজুল সুস্থ হয়ে গত ১৮ জুলাই ছাড়পত্র পেয়ে সিরাজুল গ্রামের বাড়িতে চলে যান।

সেখানে অবস্থানকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন এবং অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঈদুল আজহার দিন বিএসএমএমইউতে নিয়ে আসা হয়। এবং সরাসরি আইসিইউতে ভর্তি করা হলে এক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, সিরাজুলের মায়ের দান করা লিভারের একাংশ অস্ত্রোপচারের মাধ্যমে সফল প্রতিস্থাপন করা হয়েছিল। ছেলেটি প্রায় সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু ডেঙ্গুতে তার মৃত্যু হলো। যা খুবই দুঃখজনক।
 
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমএএম/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।