ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লংগদুতে বন্যহাতির আক্রমণে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
লংগদুতে বন্যহাতির আক্রমণে যুবক নিহত

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় বন্যহাতির আক্রমণে শরিফ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গম গুলশাখালী ইউনিয়নের যুবলক্ষ্মী পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- মঙ্গলবার সকালে গুলশাখালী ইউনিয়নের যুবলক্ষ্মী পাড়ার শরীফ মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন।

পথে বন্য হাতির পাল তাকে আক্রমণ করে। এতে তিনি শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন।  

স্থানীয়রা এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর মারা যান তিনি।  

গুলশাখালী ইউনিয়নের চেয়ারম্যান আবু নাছির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।