ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদক ব্যবসায়ীর ‘কবুতরের খোপে’ মিললো ১৪ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
মাদক ব্যবসায়ীর ‘কবুতরের খোপে’ মিললো ১৪ লাখ টাকা র‌্যাবের হাতে আটক মাদকবিক্রেতা, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর দক্ষিণ খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি শান্তকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটকের বিষয়টি বাংলানিউজকে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (উত্তর) খুরশীদ আলম।

তিনি জানান, শান্ত পেশাদার মাদক ব্যবসায়ী।

তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে মাদক বিক্রির ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। টাকাগুলো শান্তর ‘কবুতরের খোপে’ লুকানো ছিলো।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান খুরশীদ আলম।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।