ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অক্টোবরে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তির কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
অক্টোবরে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তির কাজ শুরু

রাঙামাটি: পার্বত্য ভূমি কমিশনকে কার্যকর করতে সরকার যে প্রবিধান প্রণয়ন করছে তার কাজ প্রায় শেষ পর্যায়ে জানিয়ে কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারু উল হক বলেছেন, এ প্রবিধান প্রণয়ন শেষ হলে আগামী অক্টোবর থেকে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তির কাজ তথা শুনানি শুরু হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিচারপ্রতি আরও বলেন, এ পর্যন্ত কমিশনে ২২ হাজার ৯০টি অভিযোগ জমা পড়েছে।

এখনো যে কেউ অভিযোগ দায়ের করতে পারবে। কারণ প্রক্রিয়াটি চলমান। এক প্রশ্নের জবাবে তিনি জানান, তিন পার্বত্য জেলা পরিষদগুলোতে আপাতত দু’টি কক্ষ নিয়ে কমিশনের কাজ পরিচালনা করা হবে। যখন অফিস নির্মাণের কাজ শুরু করা হবে, তখনি আপনারা জানতে পারবেন।

চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেছেন, আমাদের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়ছে। যদিও এখনো শুনানি পর্যায়ে যায়নি। শুনানি হলে বিধিমালা প্রণয়ন করা সহজ হবে। বিধিমালায় আরো কিছু যোগ করা প্রয়োজন বলে আমি মনে করি। যাতে বিধিমালা পড়লে সবকিছু স্পষ্ট বোঝা যায়।

এক প্রশ্নের জবাবে দেবাশীষ রায় আরও বলেন, বিধিমালাটি প্রণয়ন হলে যে সবাই খুশি হবে এমন নয়। কেননা সবাইকে খুশি করা কোনকালেই সম্ভব নয়।

বান্দরবান বোমং সার্কেল চিফ উ চ প্রু চৌধুরী বলেন, কাজ শুরু করা গেলে শেষ হতে বেশিদিন লাগবে না। এজন্য কাজ শুরু করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

এর আগে সকালে রাঙামাটি সার্কিট হাউজে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সদস্যরা বৈঠকে বসেন। এটি ছিল কমিশনের ৫ম বৈঠক।

বৈঠকে বিচারপ্রতি আনোয়ার উল হক ছাড়াও কমিটির সদস্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়াম্যান কংজেরী চৌধুরী, রাঙামাটি চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, খাগড়াছড়ি মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, বান্দরবান বোমং সার্কেল চিফ উ চ প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রতিনিধি গোতম কুমার চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মো. আলী মনছুর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।