ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিল্লিতে জামদানি প্রদর্শনী 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
দিল্লিতে জামদানি প্রদর্শনী  দিল্লিতে জামদানি প্রদর্শনী

ঢাকা: দিল্লিতে বাংলাদেশের জামদানি, মসলিন ও তাঁতের শাড়ির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীটি বিশেষ মনোযোগ কেড়েছে শাড়িপ্রিয়দের। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানায়, জামদানি প্রদর্শনীর উদ্বোধন করেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

হাইকমিশনের মৈত্রী হলে বৃহস্পতিবার দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এতে ভিড় জমান শাড়িপ্রেমীরা। মেলায় আগতরা বাংলাদেশের জামদানি শাড়ির বিশেষ প্রশংসা করেন।

বাংলাদেশ ফ্যাশন ডিজাইনার্স অ্যাসোসিয়েশন ও দিল্লির বাংলাদেশ হাইকমিশন স্পাউজ ক্লাব এ প্রদর্শনীর আয়োজন করে। মেলায় মানতাসা আহমেদ ও নাসরিন জাহানের ফ্যাশন হাউজ অংশ নেয়।

দুই বছরের মাথায় এবার দ্বিতীয়বার দিল্লিতে এ মেলার আয়োজন করা হলো।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।