ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে নৌকাডুবিতে কলেজছাত্রী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
মির্জাপুরে নৌকাডুবিতে কলেজছাত্রী নিখোঁজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে নিলিমা লস্কর (১৭) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের ধলেশ্বরী শাখা এলামজানী নদীর নাগরপাড়া খেয়াঘাটে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।  

এ ঘটনায় আরও ছয় শিক্ষার্থী আহত হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত বিপাশা লস্কর নামে এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ নিলিমা লস্কর নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী। সে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মজদই গ্রামের আলম লস্করের মেয়ে।

আহত শিক্ষার্থীরা জানায়, দুপুরে কলেজ ছুটির পর এলামজানী নদীর নাগরপাড়া খেয়াঘাটে এক শিক্ষকসহ ৩০/৩২ জন শিক্ষার্থী বাড়ি যাওয়ার জন্য নৌকায় নদী পার হচ্ছিল। হঠাৎ করে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরিয়ে তীরে উঠলেও নিলিমা নিখোঁজ হয়।  

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে।  
    
নতুন কহেলা কলেজের অধ্যক্ষ ইমাম হোসেন মো. ফারুক জানান, দুপুর দুইটার দিকে কলেজ ছুটি হলে খেয়া নৌকায় একসঙ্গে অতিরিক্ত যাত্রী উঠলে পারাপারের সময় নৌকাটি ডুবে যায়।

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ছাত্রীর সন্ধান মেলেনি বলে কহেলা কলেজ অধ্যক্ষ ঈমাম হোসেন মো. ফারুক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।