ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে হোটেল মালিকসহ ২ জনেক জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
মানিকগঞ্জে হোটেল মালিকসহ ২ জনেক জরিমানা ‘সেন্ট্রাল পার্ক’ আবাসিক হোটেল

মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরের জয়রা রোডে ‘সেন্ট্রাল পার্ক’ নামে একটি আবাসিক হোটেলের মালিকসহ এক যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে  জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন এ জরিমানা করেন।  

ভ্রাম্যমাণ আদালতে, লাইসেন্স নবায়ন না করে ব্যবসা করার দায়ে হোটেল মালিক মশিউর রহমানকে ২০ হাজার ও অসামাজিক কার্যকলাপের দায়ে যুবকটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন বাংলানিউজকে বলেন, জেলার আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়:  ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।