শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরা শহরের আমতলা থেকে নারকেলতলা অভিমুখে পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় তিনি এ নির্দেশ দেন।
একই সময় তিনি সাতক্ষীরা পৌরসভার সচিবকে শহরের যাবতীয় অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিল বোর্ড অপসারণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ সময় সাংবাদিকদের বলেন, ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ গড়তে প্রত্যেককেই সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। নিজ নিজ বাড়ি-ঘর, দোকান-পাট, হোটেল-রেস্তোঁরা, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন- সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাইদ, এনডিসি স্বজল মোল্লা, জেলা তথ্য অফিসার মোজ্জাম্মেল হক, পৌর কাউন্সিলর জোৎস্না আরা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
আরএ