ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় খালপাড়ে মিললো বস্তাভর্তি টুকরো টাকা

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
বগুড়ায় খালপাড়ে মিললো বস্তাভর্তি টুকরো টাকা

ঢাকা: বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা খাউড়া ব্রিজ সংলগ্ন খালপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় কয়েক বস্তা টুকরো টাকা উদ্ধার করেছে পুলিশ।

 

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  বস্তাভর্তি ছেঁড়া টাকা নিয়ে যাচ্ছেন স্থানীয়রা, ছবি: বাংলানিউজতিনি জানান, জানা গেছে উদ্ধার হওয়া টুকরো টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের রিজেক্ট বা বাতিল টাকা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ট্রাকে করে সিটি করপোরেশনের লোকজন ছেঁড়া টাকাগুলো এখানে ফেলে গেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে খাওড়া ব্রিজ সংলগ্ন খালপাড়ে কয়েকটি বস্তায় বিপুল পরিমাণ টুকরো টাকা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ টাকাগুলো উদ্ধার করে।

উদ্ধার করা টুকরো টাকাগুলোর মধ্যে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকালে খালপাড়ে বিপুল পরিমাণ কুচি কুচি টাকা দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এসময় স্থানীয় লোকজন থেকে কয়েক বস্তা টুকরো টাকা সংগ্রহ করে। এর মধ্যে থেকে আলামত হিসেবে পুলিশ দুই বস্তা ও র‌্যাব এক বস্তা নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।