ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
কটিয়াদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পারদিয়াকুল এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ গ্রামের লস্কর মিয়ার ছেলে বারিক মিয়া (৪০), ভৈরব উপজেলার তিয়ারের চর গ্রামের লুৎফুর রহমানের ছেলে টমি (৬), একই উপজেলার গজারিয়া গ্রামের বাদল মিয়ার ছেলে ফয়সাল (৮) ও অজ্ঞাতপরিচয় একজন।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় পারদিয়াকুল এলাকায় অনন্যা সুপার পরিবহনের বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাসির উদ্দিন মজুমদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত দু’জনের মরদেহ রয়েছে। বাকি দু’জনের মরদেহ উদ্ধার করতে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রওয়ানা হয়েছি।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯, আপডেট: ০৫১২ ঘণ্টা
আরএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।