ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

অস্ট্রেলিয়ায় গেলেন নৌবাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
অস্ট্রেলিয়ায় গেলেন নৌবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী

ঢাকা: সাতদিনের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

সোমবার (৭ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠেয় সি-পাওয়ার কনফারন্সে-২০১৯ এ অংশগ্রহণের জন্য নৌবাহিনী প্রধান রোববার (৭ অক্টোবর) দিনগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

এ সময় বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসন এবং নৌবাহিনীর অন্যান্য র্কমর্কতারা তাকে বিদায় জানান।

অস্ট্রেলিয়ায় সফরকালে নৌবাহিনী প্রধান সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ফ্রান্সের নৌবাহিনী প্রধান, অস্ট্রেলিয়ার নৌবাহিনী প্রধান, মার্কিন সপ্তম নৌবহরের প্রধান ও ভারতীয় ইর্স্টান নৌ কমান্ডের প্রধানসহ অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবনিমিয় সভা করবেন।

সাতদিনের সফর শেষে আগামী ১৫ অক্টোবর নৌবাহিনী প্রধান দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।