ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ৬৫ বস্তা ভিজিএফ চাল জব্দ, ব্যবসায়ীর জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
লালমনিরহাটে ৬৫ বস্তা ভিজিএফ চাল জব্দ, ব্যবসায়ীর জেল

লালমনিরহাট: লালমনিরহাটে ভিজিএফ কর্মসূচির ৬৫ বস্তা চাল জব্দ করে রোজি রাইস মিলের মালিক ইকবাল হোসেনকে (৩৯) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৮ অক্টোবর) রাতে শহরের ডাইলপট্টি এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (এনডিসি) টিএম রাহসিন কবির।

সাজাপ্রাপ্ত ইকবাল হোসেন লালমনিরহাট পৌরসভার ডাইলপট্টি এলাকার আকবর আলীর ছেলে।

তিনি রোজি রাইস মিলের মালিক।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে ডাইলপট্টি এলাকার রোজি রাইস মিলের গোডাউনে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (এনডিসি) টিএম রাহসিন কবির।  

‘এসময় ওই গোডাউনের ৬৫ বস্তা ভিজিএফ’র সরকারি চাল জব্দ করেন। সরকারি চাল গোডাউনে রাখার দায়ে রোজি রাইস মিলের মালিক ইকবাল হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ’

সাজাপ্রাপ্ত ব্যবসায়ী ইকবাল হোসেনকে রাতেই লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।