ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতে প্রবেশের সময় ফেনী থেকে ৩ নাইজেরিয়ান আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
ভারতে প্রবেশের সময় ফেনী থেকে ৩ নাইজেরিয়ান আটক

ফেনী: অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ফেনী সীমান্ত এলাকা থেকে তিন নায়জেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টায় তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার ২১৮১/৫-এস এর কাছে (শূন্য লাইনে) ফেনীর ফুলগাজী উপজেলার হাড়িপুস্করনী নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের তিনজন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়।

ফেনী ৪ বিজিবি আওতাধীন ফেনীর ফুলগাজী এলাকার খাজুরিয়া বিওপির টহল দল তাদের আটক করে।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান বাংলানিউজকে জানান, আটক নাইজেরিয়ানদের কাছে ভারতীয় কোনো প্রকার ভিসা/বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে তাদের কাছে ১৩ হাজার ভারতীয় রুপি, ১০০ ডলার, একটি ল্যাপটপ, একটি স্যামসাং জে সেভেন মোবাইল পাওয়া গেছে। তাদের ফুলগাজী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।