বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টায় তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার ২১৮১/৫-এস এর কাছে (শূন্য লাইনে) ফেনীর ফুলগাজী উপজেলার হাড়িপুস্করনী নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের তিনজন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়।
ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান বাংলানিউজকে জানান, আটক নাইজেরিয়ানদের কাছে ভারতীয় কোনো প্রকার ভিসা/বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে তাদের কাছে ১৩ হাজার ভারতীয় রুপি, ১০০ ডলার, একটি ল্যাপটপ, একটি স্যামসাং জে সেভেন মোবাইল পাওয়া গেছে। তাদের ফুলগাজী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসএইচডি/ওএইচ/