ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় হরিণের চামড়াসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
পাথরঘাটায় হরিণের চামড়াসহ আটক ১ হরিণের চামড়াসহ আটক রফিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় হরিণের চামড়াসহ রফিকুল ইসলাম হাবিব (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। 

রোববার (২৭  অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটা সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা খালের দক্ষিণ পাশ থেকে ব্যাগভর্তি চামড়াসহ তাকে আটক করে কোস্টগার্ড।

হাবিব উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মো. হানিফ হাওলাদারের ছেলে।

 

কোষ্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ রায় বাংলানিউজকে বলেন, হরিণের চামড়া বিক্রির জন্য নেওয়া হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বাদুরতলা খালের দক্ষিণ পাড় থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। চামড়াসহ আটক হাবিবকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বনবিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা মো. মনির বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ০৪১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।