ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিহাতী-বড়চওনা সড়কে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, দুর্ঘটনার শঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
কালিহাতী-বড়চওনা সড়কে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, দুর্ঘটনার শঙ্কা

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী-বড়চওনা সড়কের আলু পাকুটিয়া বেইলি সেতুটি অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আর এ সেতু দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। এতে করে যেকোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

কালিহাতী পৌরসভার শেষ প্রান্তে আলু পাকুটিয়া ঝিনাই নদীর শাখার উপর নির্মিত এ সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত-শত ট্রাক, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন যাতায়াত করে।

...সরেজমিনে গিয়ে দেখা যায়, বেইলি সেতুটির বিভিন্ন জায়গার স্টিলের পাটাতনগুলো ভেঙে গেছে এবং অনেক অংশে দেবে গেছে।

বড় কোনো যানবাহন যাতায়াত করলে সেতুটিতে কম্পনের সৃষ্টি হয়। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সেতু কর্তৃপক্ষ কেন এর মেরামত করছে না তা নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। উন্নয়ন ও প্রগতিশীল দেশে কর্তৃপক্ষের খেয়ালীপনার কারণে যদি যানমালের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তবে এ দায়ভার কার?- এমন প্রশ্ন স্থানীয়দের।

কালিহাতী থেকে ঘাটাইল উপজেলার দেওপাড়া, ধলাপাড়া ও সখিপুর উপজেলার বড়চওনা যাওয়ার একমাত্র মাধ্যম এ বেইলি সেতুটি। এ অঞ্চল থেকে প্রতিনিয়তই অসংখ্য লোক এই বেইলি সেতুর উপর দিয়ে বিভিন্ন যানবাহনে যাতায়াত করছে।

ট্রাকচালক হারুন মিয়া জানান, এই বেইলি সেতুটির উপর দিয়ে ট্রাক চালাতে খুব ভয় করে। পাটাতনগুলো ভেঙে যাওয়ার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব এ সেতুটির কাজ করা উচিৎ।

সিএনজি অটোরিকশা চালক রাসেল মিয়া জানান, এ সেতুর পাটাতনগুলো ভেঙে যাওয়ার কারণে একটি সিএনজিচালিত অটোরিকশা সেতুর উপর উঠলে আরেকটি অপর প্রান্তে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে হয়।

উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, অন্য একটি প্রকল্পে নতুন সেতু ধরা আছে। ওই রাস্তায় যে কয়টি বেইলি সেতু রয়েছে সবক’টি অপসারণ করে নতুন সেতু নির্মাণ করা হবে। যানচলাচলের উপযোগী করার জন্য ওই সেতুটি মেরামতের অনুমোদন হওয়ার পর টেন্ডারের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই মেরামতের কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।