ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
বরিশালে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ  ছবি- প্রতীকী

বরিশাল: বরিশালে বানারীপাড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। 

শনিবার (২ নভেম্বর) উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এদিন এলাকার বাসিন্দা লাল মিয়ার মেয়ে ফাতেমার (১৭) বিয়ের অনুষ্ঠান চলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও শেখ আবদুল্লাহ সাদীদ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করেন। পরে মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না বলে মুচলেকা দেয় পরিবার। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও এসময় উপস্থিত ছিলেন।  

ইউএনও বলেন, বানারীপাড়া উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে প্রশাসনের প্রয়াস অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।