রোববার (৩ নভেম্বর) দুর্গ পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।
কে এম খালিদ বলেন, আদালতের নির্দেশে গেলো সপ্তাহে উচ্ছেদের মাধ্যমে দুর্গের আশপাশের অবৈধ দখল থেকে অবমুক্ত হওয়া কয়েক একর জমিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সহযোগিতায় বাগান নির্মাণ ও আলোকসজ্জসহ নানাভাবে সৌন্দর্যবর্ধন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এফ এম এহতেশামুল হকসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
আরবি/