ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পুলিশ-জনতার মিলনমেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
সিলেটে পুলিশ-জনতার মিলনমেলা র‌্যালি, ছবি: বাংলানিউজ

সিলেট: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানে সিলেটে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে।

সোমবার (৪ নভেম্বর) দিনের শুরুতে মিছিলের নগর হয়ে ওঠে সিলেট। তবে, এটি কোনো রাজনৈতিক মিছিল ছিল না।

পুলিশ-জনতা হাতে হাত ধরে অপরাধ দমনের পালন করেন পুলিশিং ডে।

সকাল সাড়ে ১০টায় নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি শুরু হয়ে রিকাবিবাজার কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এর আগে লোকে লোকরণ্য হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। সাদা পোশাক পুলিশ জনতার মিলন ঘটায় কমিউনিটি পুলিশিং ডে।  

র‌্যালি ও পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের সিআইডির অ্যাডিশনাল আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে’র সূচনা করেন।

সভায় বক্তারা বলেন, অপরাধ দমনে সিলেট মহানগরের ছয় থানা এলাকাকে ৬৭টি বিটে ভাগ করে কমিউনিটি পুলিশিং সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে জনবান্ধব হয়ে অপরাধ দমনে কাজ করছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদুল ইসলাম, সিলেট রেঞ্জের উপ মহা-পরিদর্শক (ডিআইজ) কামরুল আহসান, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, অতিরিক্ত পুলিশ কমিশনার সফিকুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম শোয়েব, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবীর, উইমেন্স চেম্বার সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

৫১৮ দশমিক ৪৩ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত সিলেট মহানগর পুলিশের কর্ম এলাকা। ছয় থানায় ভাগ করে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে পুলিশ। পাশাপাশি এসব এলাকাকে ৬৭টি বিটে ভাগ করে কমিউনিটি পুলিশিং কর্যক্রম পরিচালিত হয়ে আসছে।     

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।