ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন যুক্তরাজ্যে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ফিতা কেটে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম

ঢাকা: যুক্তরাজ্যে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ফিতা কেটে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

হাইকমিশনার সাইদা মুনা তাসনীম যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেলায় বাংলাদেশ স্টল পরিদর্শনের আমন্ত্রণ জানান।

মঙ্গলবার (৫ নভেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করেন।

 

একইসঙ্গে ‘লাভদেশ’ নামে একটি বাংলাদেশি-ব্রিটিশ ফ্যাশন হাউজ ব্রিটিশ শিল্পীদের নিয়ে নাচ, সংগীত ও ঐতিহ্যবাহী পোশাকের সমন্বয়ে বাংলাদেশের ছয় ঋতুর উপযোগী ফ্যাশন প্রদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি মেলায় আগত দর্শকরা উপভোগ করেন।

৬ নভেম্বর পর্যন্ত লন্ডনের এক্সেল সেন্টারে এ মেলা চলবে। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে মেলায় এবছর বাংলাদেশ থেকে ১২টি ট্যুর অপারেটর প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।  

মেলায় প্রবেশের জন্য WTM-201-এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে বিনামূল্যে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে  (www.london.wtm.com)।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।