হাইকমিশনার সাইদা মুনা তাসনীম যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেলায় বাংলাদেশ স্টল পরিদর্শনের আমন্ত্রণ জানান।
মঙ্গলবার (৫ নভেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করেন।
একইসঙ্গে ‘লাভদেশ’ নামে একটি বাংলাদেশি-ব্রিটিশ ফ্যাশন হাউজ ব্রিটিশ শিল্পীদের নিয়ে নাচ, সংগীত ও ঐতিহ্যবাহী পোশাকের সমন্বয়ে বাংলাদেশের ছয় ঋতুর উপযোগী ফ্যাশন প্রদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি মেলায় আগত দর্শকরা উপভোগ করেন।
৬ নভেম্বর পর্যন্ত লন্ডনের এক্সেল সেন্টারে এ মেলা চলবে। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে মেলায় এবছর বাংলাদেশ থেকে ১২টি ট্যুর অপারেটর প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলায় প্রবেশের জন্য WTM-201-এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে বিনামূল্যে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে (www.london.wtm.com)।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
টিআর/এএ