সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের মুক্তিযুদ্ধ সংসদ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়ন ও ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০০০ সালেই বাংলাদেশ সিঙ্গাপুর, কোরিয়ার মতো হতো। কিন্তু দেশ বিরোধী শক্তি বিএনপি-জামায়াতের লোকেরা তাকে বাঁচতে দেয়নি। বর্তমানে শেখ হাসিনা সরকারের উদ্যোগে ১০০টি ইকোনোমিক জোন তৈরি করা হয়েছে। এতে কর্মসংস্থান হবে কোটি কোটি মানুষের। আজকে বাংলাদেশে মাথাপিছু দুই হাজার ডলার আয়ের দেশ হয়েছে। আগামীতে মাথাপিছু আয় সাড়ে ১২ হাজার ডলার হিসাবে গড়ে তোলা হবে।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে ও মুন্সিগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এনটি