বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
মনিরা খাতুন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের রমজান আলীর স্ত্রী।
বিজিবি জানায়, দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি চালান পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করে বিজিবি। পরে সন্দেহভাজন ওই নারীকে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
২১ ব্যাটালিয়ন বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মশিয়ার রহমান বাংলানিউজকে জানান, ওই নারীর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এনটি