ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাজরীন ট্র্যাজেডি: নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
তাজরীন ট্র্যাজেডি: নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

আশুলিয়া (ঢাকা): ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় পোশাক কারখানা তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১৩ জন শ্রমিকের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে শ্রমিক সংগঠন, হতাহত শ্রমিক ও স্বজনরা।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে আগুনে পুড়ে যাওয়া জরাজীর্ণ ভবনের সামেন মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

এসময় নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে তাজরীনের আকাশ-বাতাস।

এছাড়া নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

মোমবাতি প্রজ্জ্বলন করতে আসা শ্রমিক সংগঠনের নেতা ও শ্রমিকরা দাবি করেন- তাজরিন ও রানাপ্লাজা সারা দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের আইএলও কনভেনশন ২১২ এবং মারাত্মক দুর্ঘটনা আইন ১৮৫৫-এর ভিত্তিতে শ্রমিকদের সারা জীবনের ক্ষতির ভিত্তিতে ও বিভিন্ন দুর্ঘটনা আদালতের আদেশপত্র ক্ষতিপূরণের বিবেচনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া একটি জাতীয় মানদণ্ড তৈরি করতে হবে। এবং আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

মোমবাতি প্রজ্জ্বলনের সময় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।