ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সোনাগাজী উপজেলার সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা, দারোগারহাট আল জামেয়াতুল দ্বীনিয়া ফাজিল মাদরাসা, কাজিরহাট মডেল হাই স্কুল ও সোনাগাজী মো. সাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপস্থিত প্রায় ৬ শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে মাদকের ক্ষতিকারক বিভিন্ন দিক সর্ম্পকে উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জানানো হয়, সরকার ২০১৯ সালে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগপ্রাপ্তদের নিয়োগের পূর্বে অবশ্যই ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে এবং ভবিষ্যতে যেকোন চাকরিতে প্রবেশ করতে হলে ডোপ টেস্ট ছাড়া কেউ চাকরি করতে পারবে না।
এ সময় সোনাগাজী ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোছাইন, সহকারি শিক্ষক মাহমুদুল হাসান, দারোগারহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মু. মোশারফ হোসেন, কাজিরহাট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিক উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি শহীদুল হক ফেরদৌস, সোনাগাজী মো. সাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরির্দশক মো. তাজ উদ্দিনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে মাদকের বিভিন্ন কুফল বিষয়ে সচেতনতামূলক লিফলেট ও স্কেল বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসএইচডি/এমকেআর