শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ‘সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক আলোচনা সভায় এ সুপারিশমালা উপস্থাপন করা হয়।
সভায় বক্তারা বলেন, নতুন সড়ক আইনে বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও প্রস্তুতি ও প্রচারের অভাবে এই আইন বাস্তবায়ন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
আলোচনার শুরুতেই বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ধারণাপত্র পাঠ করেন। তিনি এই সেক্টরের চ্যালেঞ্জগুলো তুলে ধরে নয় দফা সুপারিশ উপস্থাপন করেন।
চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে চালক ও ড্রাইভিং লাইসেন্স, ফিটনেসবিহীন যানবাহন, ফুটপাত ও পথচারী, অবৈধ পার্কিং, সড়কে চাঁদাবাজি, মহাসড়কে সার্ভিস রোড না থাকা, বিআরটিএ’র সক্ষমতা, বড় অংকের জেল-জরিমানা বনাম দুর্নীতি, নিবন্ধনবিহীন গাড়ি।
এসব বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিলে সড়ক আইনের সফল হবে ও দুর্ঘটনা কমে আসবে বলে মতামত ব্যক্ত করেন বক্তারা।
যাত্রী কল্যাণ সমিতির সহ-সভাপতি তাওহিদুল হক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডিটিসিএ’র সাবেক নির্বাহী পরিচালক ও গণপরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য শরীফুজ্জামান শরীফ, সাংবাদিক আবু সাঈদ খান, আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, এফবিসিসিআই’র পরিচালক ও গণপরিবহন বিশেষজ্ঞ আবদুল হক, ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুর নবী শিমু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
আরকেআর/একে