ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
খাগড়াছড়িতে প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
 
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদের সদস্য সতীষ চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম ও জেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।