ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রত্নগর্ভা সম্মাননা পেলেন পঞ্চগড়ের ৪০ মুক্তিযোদ্ধার মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
রত্নগর্ভা সম্মাননা পেলেন পঞ্চগড়ের ৪০ মুক্তিযোদ্ধার মা

পঞ্চগড়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের ৪০ জন মুক্তিযোদ্ধার মাকে রত্নগর্ভা সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে জেলার মুক্তিযোদ্ধাদের মায়েদের (যারা বেঁচে আছেন) এ সম্মাননা দেওয়া হয়।

জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জেলার পাঁচ উপজেলার ৪০ জন মুক্তিযোদ্ধার মায়ের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যন আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেশী, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমীরুল ইসলাম ও সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ওয়ায়েসুল কোরায়সী প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।