ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ চালু হলে দুই দেশের বাণিজ্য বাড়বে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ চালু হলে দুই দেশের বাণিজ্য বাড়বে

নীলফামারী: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকায় চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ নির্মাণ কাজটি দ্রুত এগিয়ে চলছে। এ রেলপথ চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য আরও বাড়বে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় তিনি ওই রেলপথ নির্মাণ পরিদর্শনে এলে প্রথমেই তাকে প্রশাসনের পক্ষ থেকে সম্মান জানানো হয়।  

নীলফামারীর জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশন থেকে ভারতের সীমান্ত পর্যন্ত ৬.৭২৪ কিলোমিটার ব্রডগেজ নতুন রেলপথ নির্মাণ কাজের শুভ উদ্বোধন হওয়ার ৪ মাস অতিবাহিত হওয়ার পর রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি সেই কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন।

এরপর মন্ত্রী চিলাহাটির ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া ভারতীয় সীমান্তের ৭৮২ নম্বর মেইন পিলারের পাশ্ববর্তী স্থানে ভারতীয় রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়ে সেই দেশের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ভারতের রেল বিভাগের উপ-প্রধান প্রকৌশলী হরী নারায়ন পান্ডে সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএসএফ ৬৫ ব্যাটালিয়ানের অধিনায়ক জগদীশ দাও।  

বাংলাদেশের পক্ষে আলোচনায় অংশ নেন, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি, রেল বিভাগের চিপ-ইনঞ্জিনিয়ার পশ্চিম আল ফাতাহ মাছুদুর রহমান, বিভাগীয় ব্যবস্থাপক পশ্চিম আশাদুল হক, প্রকল্প পরিচালক আব্দুর রহিম, ম্যাক্স সিনিয়ার প্রকল্প পরিচালক জাহেদুর রহমান আইজেল, প্রজেক্ট ম্যানেজার রোকনুজ্জামান শিহাব, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মকলেছুর রহমান, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে.ক. মামুনুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।