ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে চার লাখ জাল রুপিসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
শিবগঞ্জে চার লাখ জাল রুপিসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চার লাখ ছয় হাজার ভারতীয় জাল রুপিসহ চার জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।

আটক চারজন হলেন- শিবগঞ্জ উপজেলার পাইলিংমোড় কালুপুর উত্তরপাড়া গ্রামের সাদেকুল ইসলাম (৪০), বিনোদপুরের এরাদত বিশ্বাসের টোলা গ্রামের জামাল উদ্দিন (৫২) ও মাইনুল ইসলাম (৩৭) এবং কানসাট বিশ্বনাথপুর গ্রামের আনোয়ার হোসেন ওরফে বাবু।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে শিবগঞ্জ ও কানসাটে অভিযান চালিয়ে চার লাখ ছয় হাজার ভারতীয় জাল রুপিসহ ওই চার জনকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে কালার প্রিন্টারসহ জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আটকদের নামে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।