ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় সৈয়দপুরে প্লেন ওঠানামা বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ঘন কুয়াশায় সৈয়দপুরে প্লেন ওঠানামা বন্ধ সৈয়দপুর বিমানবন্দর।

নীলফামারী: ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে প্লেন উঠানামা বন্ধ রয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর থেকে সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, হঠাৎ সৈয়দপুরের আকাশ কুয়াশায় ঢাকা পড়ে।

সাধারণত ফাগুন মাসে আকাশে কুয়াশা থাকার কথা নয়। এ কারণে প্লেন উঠানামার সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত বাংলানিউজকে বলেন, হঠাৎ সৈয়দপুরের আকাশে কুয়াশায় ঢেকে যাওয়ায় ওই অবস্থার সৃষ্টি হয়। তবে কুয়াশা কেটে গেলে বিমান চলাচল শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।