ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জ শহীদ মিনারে পরিচ্ছন্নতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
না.গঞ্জ শহীদ মিনারে পরিচ্ছন্নতা

নারায়ণগঞ্জ: ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীর মিনারে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নকরণ কার্যক্রম। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত শহীদ মিনারে এ পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়।  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের তত্ত্বাবধায়নে নাসিকের পরিচ্ছন্ন কর্মীরা এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।

সকাল থেকে একেবারে ধুয়ে মুছে ২১ ফেব্রুয়ারির জন্য শহীদ মিনারকে প্রস্তুত করে তোলা হয়।  

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সবাই এ শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করবেন। সারাবছর এখানে তেমন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয় না।  

মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে শহীদ মিনারকে পরিষ্কার করা হচ্ছে। এছাড়া সারা বছরই এখানে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেদিকেও আমরা দৃষ্টি দিচ্ছি।  

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।