ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে জাল স্ট্যাম্পসহ ২ প্রতারক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
রাজধানীতে জাল স্ট্যাম্পসহ ২ প্রতারক আটক

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকার দারুস সালাম থানার মাজার রোড থেকে ১০ হাজার পিস জাল রেভিনিউ স্ট্যাম্পসহ দুই প্রতারককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)-৪। তারা হলেন রমিজ উদ্দিন (৪৫) ও ওমর আলী (৩৮)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল বাংলানিউজকে এ তথ্য দেন। এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের তাদের আটক করা হয়।

একইসঙ্গে তাদের কাছে থাকা জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটকরা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় জাল রেভিনিউ স্ট্যাম্প পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিলেন। এছাড়া তারা পটুয়াখালী জেলা থেকে জাল রেভিনিউ স্ট্যাম্প সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করেন বলে জানা গেছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এমএমআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।