শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল বাংলানিউজকে এ তথ্য দেন। এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের তাদের আটক করা হয়।
র্যাব জানায়, আটকরা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় জাল রেভিনিউ স্ট্যাম্প পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিলেন। এছাড়া তারা পটুয়াখালী জেলা থেকে জাল রেভিনিউ স্ট্যাম্প সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করেন বলে জানা গেছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এমএমআই/টিএ