ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে আটক ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে আটক ৪ 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তের দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে চারজনকে আটক করেছে বিজিবি। আটকরা প্রত্যেকে বাংলাদেশি নাগরিক।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আটকের পর তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।  

আটকরা হলেন, পিরোজপুর জেলার চণ্ডিপুর আবাসনের কলিম শিকদার (৩৫) তার স্ত্রী লায়জু খাতুন (৩২) ও মেয়ে লামিয়া শিকদার (১৪) এবং বাহেরহাট জেলার শরনখোলা গ্রামের লতিফ কাজীর ছেলে তরিকুল ইসলাম (২৪)।

খালিশপুরের ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সকালে মহেশপুরের বাঘাডাঙ্গা বিওপির সীমান্ত দিয়ে ভারতে থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করা হয়।  কয়েক দিন আগে কাজের জন্য তারা ভারতে যান।

আটকরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন খালিশপুরের ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান বলেন, আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।