ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ওয়াসাকে রূপনগর খাল পুনঃখননের নির্দেশ মন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
ওয়াসাকে রূপনগর খাল পুনঃখননের নির্দেশ মন্ত্রীর বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি: বাংলানিউজ

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, রাজধানীর রূপনগর খাল পুনঃখননের জন্য ওয়াসাকে নির্দেশ দিয়েছি। খাল খননে সময়ক্ষেপণ কোনোভাবেই মেনে নেবো না। কোনো প্রকার দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না।

বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় বিশেষ মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মশক নিধন অভিযান পরিকল্পিতভাবে করতে হবে উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমাদের বেশিরভাগ কাউন্সিলর নব নির্বাচিত হলেও, অনেকেই আগেও দায়িত্বে ছিলেন।

কাউন্সিলরদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিতে হবে। নবনির্বাচিত মেয়র ও ভারপ্রাপ্ত মেয়র পরামর্শ করে কাউন্সিলরদের কাজগুলো ভাগ করে দিতে হবে। কাউন্সিলরদের সঙ্গে নিয়ে সব এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশক নিধনের ব্যবস্থা নিতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরও প্রত্যেকটা বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে আমাদের ডাম্পিং ইয়াডে নিয়ে যেতে হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমার মন্ত্রণালয়ে দু’টি প্রকল্প দেওয়া আছে। সেই প্রকল্প বাস্তবে কতটুকু লাগবে সে বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশনের কাছে ছয় মাস থেকে এক বছরের ওষুধ মজুদ রয়েছে। যেসব যন্ত্রপাতির প্রয়োজন তা সিটি করপোরেশনের কাছে আছে। যে পরিমাণ লোকবল প্রয়োজন তাও দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন কাজ ফলোআপ করছি। সরকারি কর্মকর্তাদেরও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। মশক নিধনে যা যা করণীয় তাই করা হবে।

তিনি বলেন, বিশ্বের কোনো দেশ মশা মুক্ত নয়। মশা কখনো কখনো বাড়ে। আবার কখনো কখনো কমে। আমরা নিয়ন্ত্রণের জন্য কাজ করছি।  

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএমআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।