বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় বিশেষ মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মশক নিধন অভিযান পরিকল্পিতভাবে করতে হবে উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমাদের বেশিরভাগ কাউন্সিলর নব নির্বাচিত হলেও, অনেকেই আগেও দায়িত্বে ছিলেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমার মন্ত্রণালয়ে দু’টি প্রকল্প দেওয়া আছে। সেই প্রকল্প বাস্তবে কতটুকু লাগবে সে বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশনের কাছে ছয় মাস থেকে এক বছরের ওষুধ মজুদ রয়েছে। যেসব যন্ত্রপাতির প্রয়োজন তা সিটি করপোরেশনের কাছে আছে। যে পরিমাণ লোকবল প্রয়োজন তাও দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন কাজ ফলোআপ করছি। সরকারি কর্মকর্তাদেরও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। মশক নিধনে যা যা করণীয় তাই করা হবে।
তিনি বলেন, বিশ্বের কোনো দেশ মশা মুক্ত নয়। মশা কখনো কখনো বাড়ে। আবার কখনো কখনো কমে। আমরা নিয়ন্ত্রণের জন্য কাজ করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএমআই/আরআইএস/