ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে ধর্ম মন্ত্রণালয় সচিবের শ্রদ্ধা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে ধর্ম মন্ত্রণালয় সচিবের শ্রদ্ধা 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় ৫৬০ মডেল মসজিদ প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হোসেন তরফদার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জে নির্মাণাধীন মডেল মসজিদের চলমান কাজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।