ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৮ দফা দাবি বাস্তবায়নে বান্দরবানে শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
৮ দফা দাবি বাস্তবায়নে বান্দরবানে শিক্ষকদের মানববন্ধন

বান্দরবান: স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকে বিরাজমান সমস্যা সমাধানসহ ৮ দফা দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

সোমবার (৯ মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বান্দরবান পার্বত্য জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপনের দাবি জানান।

একই সঙ্গে শিক্ষকদের বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, সিনিয়র শিক্ষক ও সব শুন্যপদে পদোন্নতি, এন্টি পদ ৯ম গ্রেডে উন্নীত করাসহ জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমসহ শিক্ষক স্মৃতি কনা দে, শিমুল বিশ্বাস, আমিনুর রহমান প্রমাণিক, নুরুল আলম, সম্পদ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবু তাহেরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ নেন।

মানববন্ধন শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি দাওয়া উল্লেখ করে একটি স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।