ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষ উপলক্ষে কর্মসূচি সীমিত করলো পরিকল্পনা মন্ত্রণালয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে কর্মসূচি সীমিত করলো পরিকল্পনা মন্ত্রণালয়

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ রোধে মুজিববর্ষ উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মসূচি সীমিত করা হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) পরিকল্পনা মন্ত্রণালয়ে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ মার্চ) পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা কমিশনে কর্মরত সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে-মেয়েদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

১৭ মার্চ সকাল ৯টা থেকে ৯টা ৪৫ পর্যন্ত পাঁচটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল কবিতা ছড়া ও কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ১০ লাইনের রচনা লেখা ও বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিষয়ক উপস্থিত বক্তৃতা। এ কর্মসূচিগুলো বাতিল করে মুজিববর্ষে কেবল আলোচনা সভা করবে পরিকল্পনা মন্ত্রণালয়।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের বিশাল পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমানে সরকারের ৯৫ শতাংশ মনোনিবেশ হচ্ছে করোনা ভাইরাস থেকে সুরক্ষা করা। এ প্রাণঘাতী ভাইরাস যাতে না ছড়াই এজন্য আমরা সতর্ক থাকবো।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমআইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।