ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বেশিরভাগ রাষ্ট্রীয় দুর্নীতি কাগজেই হয়: পরিকল্পনামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
বেশিরভাগ রাষ্ট্রীয় দুর্নীতি কাগজেই হয়: পরিকল্পনামন্ত্রী বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘রাষ্ট্রীয় যে দুর্নীতিগুলো হয়, এর বড় একটি অংশ হয় কাগজে।’

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দুর্নীতি এ মুহূর্তে বাংলাদেশে একটি আলোচিত বিষয়।

আমাদের জনগণ এটা নিয়ে খুব শঙ্কিত। রাষ্ট্রীয় যে দুর্নীতিগুলো হয়, এর বড় একটি অংশ হয় কাগজে। পরিকল্পনা মন্ত্রণালয়ে অনেক কাগজ আসে। সেগুলো যদি আমরা ভালো করে পর্যালোচনা করি নিরপেক্ষভাবে, তাহলে আমরা তার মধ্যে অনেক ফাঁকফোকর ধরতে পারবো। সামান্য কিছু ফাঁকফোকর ধরতে পারলে আমরা বিশাল একটা দুর্নীতি রুখতে পারবো। ’

তিনি বলেন, ‘আমাদের পথ একটা আছে কেউ না করতে পারবো না। আমার কাগজে আছে, কলমে আছে, আমার চোখের মধ্যে আছে। চিন্তার মধ্যে আছে। সেইখানে আমাদের যতদূর সম্ভব আমাদের অবস্থানে থেকে। এর বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া। যাতে এর বিরুদ্ধে একটা প্রতিরোধ করতে পারি। কারণ রাষ্ট্রীয় যে দুর্নীতি গুলো হয়। এর বড় একটি অংশ উৎপত্তি হয় কাগজে। ’

কর্মকর্তাদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি আপনাদেরকে আবেদন রাখবো। আপনারা ধৈর্য ধরে কাজগুলো করুন এবং চোখ-কান খোলা রেখে কাগজগুলো ভালোভাবে পরীক্ষা করুন। আপনি যদি নিজে কর্তৃপক্ষ হন তাহলে নিজে করুন। আপনার ওপরে যদি কর্তৃপক্ষ হয় তাহলে তাকে অবহিত করুন। মৌখিক নয় লিখিতভাবে সুন্দর ভাষায় পরিষ্কারভাবে তুলে ধরুন। প্রতিফলিত হোক বা না হোক সেটা ভিন্ন কথা আপনার জায়গা থেকে আপনি দায়িত্ব পালন করুন। ’

তিনি বলেন, ‘দেশের অনেক সমস্যা রয়েছে যেগুলো আমরা জানি। অনেক সম্ভাবনাও রয়েছে অনেক সুযোগ রয়েছে। সবকিছুর মধ্যে একটা ভারসাম্য রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের অবস্থান থেকে যতটুকু পারা যায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এমআইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।