ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাড়াশে কলেজের নির্মাণাধীন গেট ভেঙে ৪ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
তাড়াশে কলেজের নির্মাণাধীন গেট ভেঙে ৪ জন নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে কলেজ বাউন্ডারির নির্মণাধীন গেট ভেঙে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- উপজেলার তালম ইউনিয়নের গাবগাড়ী গ্রামের তোজাম্মেল হক (৫৫), বস্তুল গ্রামের রাশেদুল (৩৫), নাটোর জেলার সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আশিফ (২৭) ও আয়নাল (৪৬)।

তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্বাসউজ্জামান ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী কলেজের বাউন্ডারির গেটের নির্মাণকাজ চলছিল। ওই কলেজ মাঠের পাশে গুল্টা বাজারে সাপ্তাহিক হাট ছিল। বিকেল সোয়া ৩টার দিকে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের ওপর নির্মাণাধীন ওই গেট হঠাৎ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত হন অন্তত ৬ জন।  

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছেন বলে জানতে পেরেছি।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০/আপডেট: ১৭৫২ ঘণ্টা
এসআরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।