ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আমেরিকায় করোনা আক্রান্ত এভারেস্টজয়ী ওয়াসফিয়া 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
আমেরিকায় করোনা আক্রান্ত এভারেস্টজয়ী ওয়াসফিয়া 

যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাংলাদেশের পর্বতারোহী, সমাজকর্মী ওয়াসফিয়া নাজরীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  

শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।  

ফেসবুকের ওই পোস্টে ওয়াসফিয়া লেখেন, করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে আমি নিয়মতান্ত্রিক কোয়ারেন্টিনে আছি।

নিঃশ্বাসে কিছুটা সমস্যা আছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠবো। প্রতিটিদিনই এক লড়াই।  

এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তীব্র মাথা ঘোরা, নিঃশ্বাসে সমস্যা, গলা ব্যথাসহ বিভিন্ন ভোগান্তির কথা উল্লেখ করেন।  

ওয়াসফিয়া আরও লেখেন, আমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এখন করোনা বাংলাদেশের জনগণকে আঘাত করছে। এ মহামারি দীর্ঘ হতে চলেছে। এর প্রতিরোধে আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।

সরকারি হিসাবে মতে করোনায় আক্রান্ত হয়ে এরই মাঝে বাংলাদেশে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। নতুন করে ৪ জনসহ আক্রান্ত হয়েছেন মোট ২৪ জন।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।