ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাকৃবিতে যৌন হয়রানির ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
বাকৃবিতে যৌন হয়রানির ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

বাকৃবি (ময়মনসিংহ): যৌন হয়রানির ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে এক জনকে আজীবন এবং বাকি তিনজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

রোববার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় বাকৃবির অর্ডিনেন্স ফর স্টুডেন্টস ডিসিপ্লিনের ১৩ নম্বর ধারা অনুযায়ী ছাত্র শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের এ শাস্তি দেয় প্রশাসন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নাসির উদ্দিন, ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মোবাশ্বের হোসেন ও শামীম রেজা এবং কৃষি অনুষদের সাফায়েতুল ইসলাম। এদের মধ্যে নাসির উদ্দিনকে আজীবন এবং বাকি তিনজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম।

জানা যায়, গত ২০ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উদীচী কার্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে জব্বারের মোড়ে আসতে এক ছাত্রীর পিছু নেন ওই চার শিক্ষার্থী। এ সময় তারা ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকেন। তখন ওই ছাত্রী তার পরিচিত আরেক শিক্ষার্থী হাসিবুল হাসানকে বিষয়টি জানান। হাসিবুল হাসান বিশ্ববিদ্যালয়ের ঈসা খাঁ হলের আবাসিক শিক্ষার্থী ও হল ইউনিট ছাত্রলীগের সহ সভাপতি। হাসিবুল ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে হলে পাঠিয়ে দেন। পরে এই চারজনের সঙ্গে হাসিবুলের বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এ সময় হাসিবুলকে বেধরক মারধর করে ওই চার শিক্ষার্থী। এ ঘটনায় ওই চারজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।

এ ঘটনার অধিকতর তদন্ত করতে ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।