ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনা: ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দিলেন রবার্ট ডিকসন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
 করোনা: ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দিলেন রবার্ট ডিকসন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন

ঢাকা: করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। সোমবার ( ২৩ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি এই পরামর্শ দেন।

ভিডিও বার্তায় ডিকসন বলেন, ‘ আমরা এখন জানি কোভিড- ১৯ বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। আমরা যেখানেই থাকি না কেন আমাদের সবার জন্য এই সময়টি অনিশ্চয়তার এবং চ্যালেঞ্জিং।

  আপনি যদি কোভিড-১৯ দেশ বা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসে থাকেন, ‍তাহলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বাংলাদেশ সরকার কোয়ারেন্টিনের বিষয়টি খুব গুরুত্বসহকারে নিয়েছে। ব্রিটিশসহ বাংলাদেশে আগত সব নাগরিকদের কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন করছে। ’

 তিনি বলেন ‘ গত ১৭ মার্চ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী একান্ত প্রয়োজন ছাড়া  আন্তর্জাতিক ভ্রমণ না করার জন্য ব্রিটিশ নাগরিকদের প্রতি পরামর্শ দিয়েছেন। বাংলাদেশে থাকা ব্রিটিশ নাগরিকরা চলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলে, তাদের দ্রুত সেটা করা উচিত। তাদের জন্য প্লেনের ফ্লাইট অপশন রয়েছে। যুক্তরাজ্যের লন্ডন,ম্যনচেষ্টার,থাইল্যান্ড, চীন ও হংকংয়ের সঙ্গে বাংলাদেশের প্লেনের ফ্লাইট চালু রয়েছে। গাল্ফ দেশগুলোর প্লেনের ফ্লাইট আগে যেটা বাংলাদেশে চালু ছিল, এখন সেটা আপাতত নেই। ’

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘হাইকমিশন ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের সঙ্গে গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশ সরকারের উপদেশ মেনে চলার জন্য ব্রিটিশ নাগরিকদের প্রতি আমরা অনুরোধ করছি। ’

বাংলাদেশ সময়:  ০৫৫২ ঘণ্টা,  মার্চ ২৪, ২০২০
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।