ভিডিও বার্তায় ডিকসন বলেন, ‘ আমরা এখন জানি কোভিড- ১৯ বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। আমরা যেখানেই থাকি না কেন আমাদের সবার জন্য এই সময়টি অনিশ্চয়তার এবং চ্যালেঞ্জিং।
তিনি বলেন ‘ গত ১৭ মার্চ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী একান্ত প্রয়োজন ছাড়া আন্তর্জাতিক ভ্রমণ না করার জন্য ব্রিটিশ নাগরিকদের প্রতি পরামর্শ দিয়েছেন। বাংলাদেশে থাকা ব্রিটিশ নাগরিকরা চলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলে, তাদের দ্রুত সেটা করা উচিত। তাদের জন্য প্লেনের ফ্লাইট অপশন রয়েছে। যুক্তরাজ্যের লন্ডন,ম্যনচেষ্টার,থাইল্যান্ড, চীন ও হংকংয়ের সঙ্গে বাংলাদেশের প্লেনের ফ্লাইট চালু রয়েছে। গাল্ফ দেশগুলোর প্লেনের ফ্লাইট আগে যেটা বাংলাদেশে চালু ছিল, এখন সেটা আপাতত নেই। ’
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘হাইকমিশন ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের সঙ্গে গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশ সরকারের উপদেশ মেনে চলার জন্য ব্রিটিশ নাগরিকদের প্রতি আমরা অনুরোধ করছি। ’
বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
টিআর/এএটি